ধূপগুড়িতে বিজেপি বনাম বিজেপি! সাংসদ রাজু বিস্তা ও অন্য নেতাদের উপস্থিতিতেই অশান্তি ছড়াল তাদের প্রার্থীর মনোনয়ন পেশের ব়্যালিতে :
ভয়াবহ ঘটনা! আজ প্রচার কর্মসূচি তথা মনোনয়ন পেশের ব়্যালি চলাকালীন দলেরই প্রাক্তন জেলা সহ-সভাপতি অলোক চক্রবর্তীর উপর নৃশংস হামলা চালান বিজেপি জেলা সভাপতি ও তাঁর অনুগামীরা। দুর্ভাগ্যের বিষয় হল, অলোক যখন দলের প্রার্থীকে পুষ্পস্তবক প্রদান করছিলেন, তখনই এই ঘটনা ঘটে। বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং একাধিক বিধায়কের উপস্থিতিও বিজেপির গুন্ডাদের আটকাতে পারেনি। এই হামলার তীব্র নিন্দা করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে, বিজেপি একসঙ্গে কাজ করতে পারে না।
আহত বিজেপি নেতা অলোক চক্রবর্তী বলেন, ‘‘বিজেপি নেতৃত্বের মনোনীত প্রার্থীর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই আমি এই কর্মসূচিতে যোগ দিয়েছিলাম। কিন্তু, বর্তমান জেলা সভাপতির মাধ্যমে আমার উপর নৃশংস হামলা চালানো হয়। আমাদের দেশের গণতান্ত্রিক রীতিনীতির তোয়াক্কা না করেই জেলা সভাপতি পদে পরপর তিনবার নিযুক্ত হয়েছেন তিনি। যেভাবে বর্তমান জেলা সভাপতির হাতে প্রাক্তন জেলা সহসভাপতি আক্রান্ত হলেন, তা ভয়ঙ্কর এবং নিন্দনীয়।’’
নিজের দলের নেতার উপরেই এমন হামলার জেরে বিজেপির মূল্যবোধ ও হিংসার প্রতি অনুরাগ স্পষ্ট হয়ে গিয়েছে। আক্রান্ত অলোক চক্রবর্তী আরও বলেন, ‘‘এই জেলা সভাপতি যদি পদে থাকেন, তাহলে বিজেপি লোকসভা ভোটে হারবে। ওরা আমাকে লাথি মেরেছে এবং হেঁচড়ে নিয়ে গিয়েছে। আমি কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই এই আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল। আমি অক্লান্তভাবে দলের জন্য কাজ করে চলেছি। কিন্তু, আমার দুর্ভাগ্য দল আমার কাজকে কোনও স্বীকৃতি দিল না।’’
বৃহস্পতিবার বিকেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে একটি টুইট করা হয়। তাতে লেখা হয়, “Yet another incident of infighting within @BJP4Bengal! In Dhupguri, former District Vice-President Alok Chakraborty was thrashed by BJP workers and supporters as a consequence of factionalism within the saffron party. A party that is INCAPABLE to unitedly work for the people after a defeat, was willing to rule over Bengal? No wonder the people outrightly REJECTED them!”