হিন্দু হিসাবে এসেছি, ভক্তিভরে রামকথা শুনে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক:
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বসে রামকথা শুনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক| মনে করিয়ে দিলেন, প্রধানমন্ত্রী হিসাবে নয়, বরং একজন হিন্দু হিসাবে তিনি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন| তিনি জানালেন, শ্রী রাম তাঁর অনুপ্রেরণা|
ঋষি সুনক বলেন, বাপুর পিছনে ঠিক যেমনভাবে সোনালি রঙের হনুমানজি রয়েছেন, ১০ ডাউনিং স্ট্রিটে আমার ডেস্কেও রয়েছে সোনালি রঙের গণেশ| তিনি আরও জানান, ধর্মের উপর বিশ্বাস তাঁর কাছে অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয় এবং ধর্ম তাঁকে পথ দেখায়| তাঁর কথায়, ভারতের স্বাধীনতা দিবসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মোরারি বাপুর রাম কথা শুনতে পেরে আমি অত্যন্ত খুশি ও গর্বিত| আজ আমি এখানে প্রধানমন্ত্রী নয়, হিন্দু হিসেবে এসেছি|প্রধানমন্ত্রী সুনক আরও বলেন, এখান থেকে রামায়ণ, ভগবত গীতা ও হনুমান চালিশার পাঠ স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি আমি| শ্রী রাম আমার কাছে অনুপ্রেরণা|
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঋষি সুনকের আরতি করার ভিডিয়ো ভাইরাল হয়েছে| সেখানে তাঁকে জয় সিয়া রাম ধ্বনি দিতেও শোনা যায় বহুবার| ভারতের সঙ্গে যে তাঁর আত্মিক টানটা রয়েই গিয়েছে, সেটাই ফের একবার প্রমাণিত হল|









