রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী:
রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ম্বরে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবস। বহু স্কুলের পড়ুয়ারা হাজির হয়েছে এই অনুষ্ঠানে। তাদের হাতেও দেখা গিয়েছে জাতীয় পতাকা। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। একাধিক ট্যাবলো এখানে দেখা গিয়েছে। স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী—সবই এখানে স্থান পেয়েছে। অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, সাংসদরা ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্টসচিব বিপি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। প্রত্যেক বছরের মতোই স্বাধীনতা দিবসে রাজ্যের পুলিশ অফিসারদের পুরষ্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু, ভূমি দফতরের সচিব মনোজ পান্থসহ রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিককে এদিন পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। কর্মক্ষেত্রে ভাল কাজের জন্য এই সংবর্ধনা দেওয়া হয়েছে। ছৌ নৃত্যশিল্পীদের নাচ দর্শকদের নজর কেড়েছে। অনুষ্ঠান শেষ হওয়া অবধি সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বারোটা পাঁচ নাগাদ অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান মমতা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে আঁটোসাটো নিরাপত্তায় মোড়া ছিল রেড রোড চত্বর। প্রচুর সংখ্যায় পুলিশ ও কমব্যাট ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। মঙ্গলবার সকালেই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। আমার সমস্ত মা, ভাই, বোনকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।’