- শাকিব আল হাসান বলেছেন, ‘‘নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয় বাংলাদেশ ক্রিকেট দল কতটা এগিয়েছে তা বিশ্বকে বুঝিয়ে দিতে তৈরি তাঁরা
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল হিসেবে যথেষ্ট ভাল করার ক্ষমতা রাখে এমন কথা আগেই জানিয়েছিলেন শাকিব আল হাসান। সবেমাত্র এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। চার বছরের অপেক্ষার পর আরও একটি ওডিআই বিশ্বকাপ শিয়রে। এই চার বছরে বাংলাদেশ ক্রিকেট কতটা এগিয়েছে তা ক্রিকেট বিশ্বকে বুঝিয়ে দিতে তৈরি তাঁরা। বলছেন বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান। তামিম ইকবালের নেতৃত্ব ছাড়ার পর ওডিআইতে নেতৃত্ব গিয়েছে সাকিবের কাঁধে। দলকে নেতৃত্ব দেওয়া তাঁর কাছে নতুন বিষয় নয়। তবে এশিয়া কাপ বা ওডিআই বিশ্বকাপের মতো বড় মঞ্চে নেতৃত্ব দেওয়াটা বড় চ্যালেঞ্জের। সাকিব তা সামলাতে প্রস্তুত। কারণ নেতৃত্ব তাঁর কাছে নতুন নয়। এখন থেকেই বিশ্বকাপ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন তিনি। আগে এশিয়া কাপ থাকলেও বিশ্বকাপ নিয়েই ভাবছেন শাকিব। ২০১১ সালের এক দিনের বিশ্বকাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শাকিব। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত শাকিব আল হাসান বলেছেন, ‘‘নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়। এ বারের বিশ্বকাপে ভাল কিছু করার দারুণ সুযোগ রয়েছে আমাদের সামনে। আমার তো মনে হয় আমাদের দল বেশ ভাল। আমরা ঠিক কতটা ভাল, সেটা সবাক সামনে প্রমাণ করতে চাই। শাকিব গুরুত্ব দিচ্ছেন এক দিনের ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সকে।