২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

স্বাস্থ্য স্বহস্ত প্রকল্পের উদ্বোধন করলো কোচবিহার জেলা প্রশাসন

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : কোচবিহার,১০ আগস্ট: স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের বিষয়ে নজর রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার জেলা প্রশাসন। এই উপলক্ষ্যে স্বাস্থ্য স্বহস্ত নামে একটি অ্যাপের উদ্বোধন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন রবিরঞ্জন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
ইতিমধ্যেই জেলার বেশ কিছু স্কুলে কিচেন গার্ডেন তৈরী করা হয়েছে। সেই বাগানে পুষ্টিযুক্ত শাকসবজি চাষ করা হয়। কয়েকটি স্কুলে ওষধি বাগান তৈরী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাচ্চারা স্কুলে মিড ডে মিলে যাতে সুষম আহার পায় সেই জন্যই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। এদিন জেলাশাসক জানান রাজ্যে প্রথম কোচবিহার জেলাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগে সাফল্য এলে পরবর্তীতে অন্যান্য জেলাগুলোতেও এধরনের উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদী তিনি।

Scroll to Top