৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

সূর্যকুমারের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রেকর্ড ‘ওডিআই ক্রিকেট নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি : সূর্যকুমারের

High News Digital Desk:
  • সূর্যকুমারের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রেকর্ড ‘ওডিআই ক্রিকেট নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি : সূর্যকুমারের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে ভারতের মান বাঁচিয়েছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনি বিশ্বের ১ নম্বর ব্যাটার। কিন্তু তবুও একের পর এক ম্যাচ ব্যর্থ হতে হচ্ছিল। ওয়ান ডে সিরিজে ভাল খেলতে পারেননি। টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেও রান পাননি। তৃতীয় ম্যাচে গতকাল ভারতের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠলেন তিনি। মঙ্গলবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৪৪ বলে চোখ ধাঁধানো ৮৩ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। আর সেই সঙ্গেই একাধিক রেকর্ডের মালিক হয়ে যান তিনি।  দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে একহাজার রানের গণ্ডি টপকে গেলেন তিনি। সেই সঙ্গে টপকে গেলেন শিখর ধাওয়ানকেও। ২০২১ সালে ভারতের জার্সিতে টি ২০ ফরম্যাটে ডেবিউ হয় সূর্যকুমারের। ৪৯টি ইনিংসে সূর্যের রান সংখ্যা ১৭৮০। স্ট্রাইক রেট ১৭৪.৩৩। বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারের আসনটিতেও কব্জা করেছেন। অথচ ৫০ ওভারের ফরম্যাটে তাঁর পরিসংখ্যান অতি সাধারণ। ওডিআই ফরম্যাটে ২৪টি ইনিংসে সূর্যের রান সংখ্যা ৫১১। গড় ২৪.৩৩। ৫০ ওভারে তাঁর পারফরম্যান্স যে অত্যধিক খারাপ তা স্বীকার করে নিতে দ্বিধা নেই সূর্যকুমারের। সূর্যকুমার যাদব জানিয়েছে, ওডিআইতে পারফরম্যান্স শুধরে নেওয়ার চেষ্টা করবেন।

Scroll to Top