বেহালা শিশুর মৃত্যুর ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী:
সকালে দুর্ঘটনা ঘিরে অগ্নিগর্ভ বেহালা। লরির ধাক্কায় এক শিশুর মৃত্যুর কেন্দ্র করে কার্যত প্রবল বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। শুক্রবার সকালে স্কুলে আসার সময় স্কুলের সামনেই দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে পিষে দেয় লরি। যে ঘটনাকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বেহালা চৌরাস্তা। দুর্ঘটনার পরই পুলিশের বিরুদ্ধে তাঁদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, ভাঙচুর চালানো হয় সরকারি বাসে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকেও। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন কীভাবে এই দুর্ঘটনা ঘটল, পরিস্থিতি কীভাবে এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনও ঘাতক লরিটির চালক লাল সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলে অভিযোগ। দুর্ঘটনার বেশ খানিকক্ষণ পর ঘাতক লরি ও লরিচালককে কোনা এক্সপ্রেসওয়ে থেকে আটক করে পুলিস। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের নির্দেশে স্কুলে পৌঁছেছেন স্কুল শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। মৃত পড়ুয়ার বাড়িতেও যাচ্ছেন আধিকারিকরা। জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস যাবেন ঘটনাস্থলে। লরিটি সৌরনীলের বাবা সরোজ কুমার সরকারের পায়ের উপর দিয়েও চলে গিয়েছে। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বিদ্যাসাগর হাসপাতালে। পরে সেখান থেকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি পিজির ট্রমাকেয়ারে ভর্তি আছেন। স্থিতিশীল আছেন।