ডেঙ্গি আক্রান্ত হয়ে ছাত্রীর মৃত্যু হল কলকাতায়:
কলকাতায় ডেঙ্গির হানা। ১০ বছরের ছাত্রীর মৃত্যু হল এবার। ডেঙ্গি আক্রান্ত হয়ে পিকনিক গার্ডেনের এক বালিকার মৃত্যু হয়েছে। পল্লবী দে গত সপ্তাহ থেকে জ্বরে আক্রান্ত হয়। চিকিৎসা চলছিল বাড়িতেই। এরপর শারীরিক অবস্থার খানিক অবনতি হলে পরিবারের সদস্যরা গত সপ্তাহের ১৯ তারিখ ওই ডেঙ্গি আক্রান্ত শিশুকে পার্ক সার্কাস অঞ্চলের এক শিশু হাসপাতালে ভর্তি করেন। শিশুটির প্লেটলেট কাউন্ট ৯ হাজারের নিচে চলে গিয়েছে। অবশেষে প্লেটলেট-সহ অন্যান্য চিকিৎসা দিয়েও বিফল হন চিকিৎসকেরা। শনিবার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথেই মৃত্যু হয়েছে ওই নাবালিকার। গত বছর রাজ্যে ভয়াবহ আকার নিয়েছিল ডেঙ্গি। এবছর স্বাস্থ্যভবন সূত্রে খবর, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি। গত বছর এ রাজ্যে ভয়াবহ আকার নিয়েছিল মশাবাহিত এই রোগ। হাজার হাজার রোগী আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। তাই শুরু থেকেই সতর্ক না হলে বিপদ যে বাড়তে পারে, তেমনই মনে করছেন বিশেষজ্ঞরা।