আগামী ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। সেই কর্মসূচিতে কিছু ‘বদল’ করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একুশের মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি করতে হবে বিজেপি নেতাদের বাড়ির একশো মিটারের বাইরে যাতে তাদের অসুবিধে না হয়। পঞ্চায়েত স্তরে সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের এই ডাককে রাজনৈতিক উস্কানি বলে মনে করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই মর্মে কলকাতা পুলিশের অধীনস্থ হেয়ার স্ট্রিট থানায় ই-মেইল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৫৩এ, ১৫৩বি, ৫০৫, ৫০৬, ১২০বি-সহ একাধিক ধারায় অভিযোগ এনেছেন শুভেন্দু। একুশের মঞ্চ থেকে ঠিক কী বলেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়? ৫ অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। প্রত্যেকটি বিজেপি নেতার বাড়ি ঘেরাও করুন। আমি দলের কর্মীদের বলছি, টানা আট ঘণ্টা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে রাখুন। যাতে দিল্লিতে যারা বসে আছে তাদের গদি নড়ে যায়। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ঘেরাও করে রাখুন। যাতে ওই বিজেপি নেতারা বাড়ি থেকে বেরতে এবং ঢুকতে না পারেন। তবে বয়স্ক মানুষ হলে ছেড়ে দেবেন। কিন্তু বিজেপি নেতাকে বাড়ি থেকে বেরতে দেবেন না। তাহলেই বুঝতে পারবে ক্ষতি করলে কি হয়।’ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’ যেভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তা অসাংবিধানিক। বিচার ব্যবস্থাকেও এখন মানছে না শাসক দল। বিজেপি নেতাদের যে ভাবে বাড়ি ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়েছে সে ব্যাপারে আমরা দলীয় নেতৃত্বকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর’।
