নিজস্ব সংবাদদাতা : বিধাননগরে নারায়ণপুরে ভরসন্ধেয় দমকলের সামনে গুলি। ১৩ রাউন্ড গুলিতে ঝাঁজরা প্যারোলে মুক্তি পাওয়া আসামি।প্যারোলে মুক্তি পাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেবজ্যোতি ঘোষ। নিহত দেবজ্যোতি ঘোষ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। প্যারোলে মুক্তি পেয়েছিল সে। নিয়মমতো প্রতিদিন তাকে নারায়ণপুর থানায় হাজিরা দিতে হত তাকে। বৃহস্পতিবার সন্ধেয় নারায়ণপুর থানায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিল সে। দুষ্কৃতীদের গুলিতে একেবারে ঝাঁজরা হয়ে যাওয়া দেবজ্যোতির বাড়িতে স্ত্রী ও একটি চারদিনের বাচ্চা আছে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে দেবজ্যোতি। উদ্ধার করে গুলিবিদ্ধ দেবজ্যোতিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
