নিজস্ব সংবাদদাতা : শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা| রুবেল বর্তমানে বিশ্রামে রয়েছেন| পায়ে চোট পেয়েছেন তিনি| রুবেলের ছবি শেয়ার করে শ্বেতা পোস্ট করেছেন| প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে, রুবেল যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন|
নিম ফুলের মধু ধারাবাহিকে বর্তমানে কাজ করছেন রুবেল| সেই শুটিং সেটেই নাকি আহত হয়েছেন তিনি| সূত্রের খবর, এখনও বেশ কয়েকদিন বিশ্রামেই থাকতে হবে তাঁকে| রুবেলের অসুস্থতার খবর প্রকাশ্যে আনলেন শ্বেতা ভট্টাচার্য | দীর্ঘদিনের সম্পর্ক এই তারকা বর্তমানে তাঁদের প্রেমের চর্চা সর্বত্র| তবে প্রেমিকের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন শ্বেতা| কোনও রাগ-ঢাক না করেই বিস্তারিত জানিয়ে দিলেন রুবেলের স্বাস্থ্যের খবর| সোশ্যাল মিডিয়ায় লিখলেন, দ্রুত সুস্থ হয়ে ওঠো আমার চ্যাম্প, তুমি খুব সাহসি মানুষ| আমার বিশ্বাস তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে| তুমি ভাল, তাই তোমার সঙ্গে কোনও খারাপ কিছু হতেই পারে না| শুধু কয়েকটা দিনের অপেক্ষা| প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে, দ্রুত যেন রুবেল সুস্থ হয়ে ওঠে| পাশাপাশি ভর্সাও দিলেন তিনি অভিনেতাকে| রুবেল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, একের পর এক পোস্ট কমেন্ট বক্সে জায়গা করে নেয়| ভক্তদের ভালোবাসা এবং শুভেচ্ছা আসতে থাকে অনবরত এছাড়াও দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন অভিনেত্রী সুদীপা চ্যাটার্জী| বর্তমানে শ্বেতা নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছে| সদ্য শেষ হয়েছে তাঁর ধারাবাহিক| একটা সময় এই জুটি ধারাবাহিক জগতে ঝড় তুললেও বর্তমানে তাঁরা আলাদাই দুটি ভিন্ন ধারাবাহিকে কাজ করছেন| শ্বেতার ধারাবাহিক বর্তমানে শেষ হলেও রুবেলের ধারাবাহিক চলছে রমরমে| তাই কিছুদিন বিরতি নিয়ে আবারও সুস্থ হয়ে তিনি ফিরবেন শ্যুটিং -এ ফিরবেন|