নিজস্ব সংবাদদাতা : বঙ্গজুড়ে রান্নাঘরের অবস্থা অগ্নিগর্ভ, কারণ বাজারে অর্থকরী ফসলের মূল্য ঊর্ধ্বমুখী| পাশাপাশি রান্না করার ক্ষেত্রে রান্নাঘরে আদা, লঙ্কা, টোম্যাটোর প্রয়োজনীয়তা অনস্বীকাযর্| ইতিমধ্যেই শহরতলির বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির দামের খোঁজখবর নিতে হাজির হচ্ছেন পুলিশ-প্রশাসনের কর্তারা| বাজারে অর্থকরী ফসলের ঊর্ধ্বমুখী এই পরিস্থিতি দেখে জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক সচিদানন্দ ঘোষ রান্নাঘরের বর্তমান পরিস্থিতি নিয়ে লিখে ফেললেন প্যারোডি সুরে চটকদার একটি গান| জলপাইগুড়ি শহরের বাসিন্দা এই শিক্ষক, শিক্ষকতা করার ফাঁকে-ফাঁকে মাঝে-মধ্যেই বেশ কিছু গানও লিখে ফেলেন| আর তার সাম্প্রতিকতম সংযোজন হল প্যারোডি গানের তালে চটকদার এই গান|
বর্তমানে কিছু দিনের জন্য সচিদানন্দবাৱু কলকাতায় রয়েছেন| বাংলা প্যারোডি গানের সুরে উনি তুলে ধরেছেন বর্তমান বাজারের হাল-হকিকত, যেখানে আদা, লঙ্কা ও টোম্যাটো বিশেষভাবে স্থান পেয়েছে| এই প্যারোডি গানটি গেয়ে তিনি বর্তমানে প্রত্যেকটি রান্নাঘরের সত্য-উদঘাটন করার চেষ্টা করেছেন এবং মানুষের মধ্যে আনন্দ প্রদান করতে পেরে তিনি নিজেও আনন্দে মাতোয়ারা| গায়ক সচিদানন্দবাৱুর কথায়, তিনি কোনও রাজনৈতিক দলের বক্তা নন| মানুষকে আনন্দ দেওয়াই তাঁর কাজ| তাই বর্তমান পরিস্থিতি উপলব্ধি করেই তিনি এই গানটি লিখেছেন| এছাড়া তাঁর অন্য কোনও অভিসন্ধি নেই|
