৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

৪৮ ঘণ্টা আগে থেকেই কলকাতা শহরে আসতে শুরু করেছেন তৃণমূল সমর্থকরা

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  ২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে ২১ জুলাইয়ে মঞ্চে বড় চমক আনতে চলেছে শাসক দল। ২০২৪-র লোকসভা ভোটের আগে শেষ ২১ জুলাই এটি। সেকারণেই একুশে জুলাইয়ের ফোকাসে যে লোকসভা ভোট থাকবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার একুশের জুলাইয়ের মঞ্চে বক্তার তালিকাতেও বড় চমক রাখছে শাসক দল। মূলত আদিবাসী নেতা নেত্রীদের প্রাধান্য থাকবে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে রাজ্যসভার নির্বাচনে টিকিট দেওয়া প্রকাশ চিক বরাইক, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডির মতো আদিবাসী নেতা নেত্রীদের বক্তা হিসেবে প্রথম সারিতে রাখা হবে। একুশের মঞ্চ থেকেই ২০২৪-র লোকসভা ভোট নিয়ে সুর চড়াতে চায় তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গ এবং জঙ্গল মহলে ভাল ফল করতে পারেনি গেরুয়া শিবির। ৪৮ ঘণ্টা আগে থেকেই কলকাতা শহরে আসতে শুরু করেছেন তৃণমূল সমর্থকরা৷ ক্রমে শহরের আনাচে-কানাচে তৃণমূল সমর্থকদের ভিড় বাড়ছে৷ এ বারের একুশে জুলাইয়ের সমাবেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ একুশের মঞ্চ থেকে ২০২৪-র লক্ষ্যে সুর বাঁধতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Scroll to Top