২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

২০২৬-এর কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস সাফ জানিয়ে দেন, কমনওয়েলথ গেমস আয়োজন করতে বিপুল খরচ। ফলে কোনও লাভ হবে না।  আরও বলেন, “অস্ট্রেলীয় মুদ্রায় প্রায় ৬০০ কোটি খরচ হবে এই প্রতিযোগিতা আয়োজন করতে। প্রাথমিক ভাবে ২.৬ কোটির বাজেট ছিল। তাই ২০২৬ সালের কমনওয়েলথ গেমস  আয়োজন করবে না অস্ট্রেলিয়া । পরিস্থিতিতে খানিকটা অপ্রত্যাশিত ভাবেই আসরে নেমে পড়ল ভারত!শোনা যাচ্ছে, ২০২৬ কমনওয়েলথ আয়োজনের দায়িত্ব পেতে নাকি ঝাঁপাতে চলেছে আহমেদাবাদ। অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমসের আয়োজন থেকে সরে দাঁড়াতেই আয়োজক হওয়ার ইচ্ছাপ্রকাশ করল আহমেদাবাদ। ২০২৮ সালের মধ্যেই পরিকাঠামোর দিক থেক সমস্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছিল গুজরাত সরকার। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ সরে যাওয়ায় ২০৩০ নয় ২০২৬ সালের গেমস আয়োজন করতে চাইছে গুজরাত সরকার।২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় ভারত। দেশের মাটিতেই যাতে অলিম্পিকের আসর বসে, তার জন্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরুও করে দিয়েছে গুজরাট । গুজরাট সরকারের আশা এ বিষয়ে কেন্দ্র তাদের পাশে থাকবে।

Scroll to Top