৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

মোদি বিরোধিতায় যৌথ অস্ত্র মমতার ইন্ডিয়া

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : মাঝে সময় ১৯ বছর| ফের লোকসভা নির্বাচনকে সামনে রেখে যৌথ মঞ্চ| কিন্তু এবার আর রইল না ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ| ২০০৪ সালের লোকসভা ভোটের পরে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে জাতীয় স্তরে যে বিজেপি বিরোধী জোট তৈরি হয়েছিল, মঙ্গলবার বেঙ্গালুরুতে তার অবসান ঘটল| আর তা ঘটল কংগ্রেস নেতৃত্বের প্রকাশ্য অনুমোদনেই| বিজেপি বিরোধিতার উদ্দেশ্যেই আত্মপ্রকাশ করল নতুন জোট- ইন্ডিয়া অর্থাত্ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স| আর এই নামকরণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিরোধী শিবির সূত্রের খবর|

১৭ এবং ১৮ জুলাই বেঙ্গালুরুতে ২৬ দলের বিরোধী বৈঠকের দিকে নজর ছিল গোটা দেশের| তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সোমবার রাতে সোনিয়া গান্ধীর নৈশভোজের আগেই বৈঠকে চূড়ান্ত হয়ে গিয়েছিল নতুন জোটের নাম| ওই বৈঠকে প্রথম বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ বক্তা ছিলেন রাহুল গান্ধী| সেখানেই তৃণমূল সুপ্রিমো বিরোধী জোটের নাম প্রস্তাব করেন – ইন্ডিয়া| সেই প্রস্তাবকে সমর্থন করেন অরবিন্দ কেজরিওয়াল, শরদ পওয়ার, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, মেহৱুবা মুফতি প্রমুখ| শেষ বক্তা রাহুল বলেন, তৃণমূলনেত্রী যে নাম প্রস্তাব করেছেন তাতে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে|

এদিকে মঙ্গলবারই দিল্লির অশোক হোটেলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বৈঠক ছিল| বিজেপির আয়োজনে ৩৮টি রাজনৈতিক দলের সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি বিরোধী জোটকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন| এখন লাখ টাকার প্রশ্ন এটাই, বিরোধী দলগুলি এককাট্টা হওয়াতে কি সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবিরের হাইকমান্ড? উত্তর মিলবে ২০২৪-এ|

Scroll to Top