- আজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধানার ২৭তম জন্মদিন
আজ টিম ইন্ডিয়ার তারকা ওপেনার স্মৃতি মান্ধানার ২৭তম জন্মদিন। স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা এবং দাদা শ্রমণ কুমার দু’জনেই জেলা স্তরে ক্রিকেট খেলেছেন। স্মৃতি মান্ধানা তাঁর দাদাকে ক্রিকেট খেলতে দেখে এই খেলাটাকে ভালোবেসে ফেলেন। স্মৃতি মান্ধানা মাত্র ৯ বছর বয়সে মহারাষ্ট্র অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পান। এবং ১১ বছরে তিনি অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পান। ২০১৩ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্মৃতির। বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক করেছিলেন তিনি। দ্রাবিড় তাঁর একটি প্র্যাক্টিস ব্যাট উপহার হিসেবে দেন। সেই ব্যাট দিয়ে এরপর স্মৃতি আন্তর্জাতিক ওডিআই এবং টি-২০ ক্রিকেটের অভিষেক ম্যাচে খেলেন। মাত্র ১৭ বছর বয়সে স্মৃতি মান্ধানা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে সেঞ্চুরি করেছিলেন। আর তাও আবার রাহুল দ্রাবিড়ের ব্যাট দিয়ে। তৃতীয় ভারতীয় মহিলা ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০০ রান পূরণ করেছিলেন স্মৃতি। ২২ গজে তাঁর ব্যাটিং নিয়ে জোর চর্চা চলে। ঠিক ততটাই আলোচনা হয় তাঁর স্টাইল নিয়েও। সৌন্দর্যের দিক থেকেই তিনি রূপোলি পর্দার অভিনেত্রীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন।