৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

কলকাতা লিগে টানা তৃতীয় জয় পেল মোহনবাগান

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : তিন বছর পর বিকেলে ঘরের মাঠে নেমেছিল মোহনবাগান স্বাভাবিক ভাবেই সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে। মাঠ ভরিয়েছিলেন দর্শকরা বৃষ্টি উপেক্ষা করেই। দর্শকদের একেবারেই নিরাশ হতে হয়নি। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে মোহনবাগান। সুহেলরা পাঁচ-পাঁচবার ডালহৌসির রক্ষণ ভেদ করেন সুহেল আহমেদের হ্যাটট্রিকের সৌজন্যেই এদিন পরপর তিন ম্যাচে জয়ের স্বাদ পেল মোহনবাগান।  ৫-২ গোলে জিতল মোহনবাগান।  ২৫ মিনিটে মোহনবাগানের প্রথম গোল। বিরতির দু’মিনিট আগে ফের গোল সুহেলের, প্রথমার্ধে ২-০ এগিয়ে গিয়েছিল মোহনবাগান। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করে সুহেল। গোল করার পর পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লাফ মেরে দুহাত দুদিক প্রসারিত করে সেলিব্রেট করে। মোহনবাগান কোচ বাস্তব রায় জুনিয়রদের নিয়েই কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক করল সবুজ-মেরুন ব্রিগেড।

Scroll to Top