নিজস্ব সংবাদদাতা : ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন জোড়া সেঞ্চুরি এল ভারতের দুই ওপেনারের ব্যাট থেকে। প্রথম দিনের শেষে ৮০ রান তুলেছিল ভারত। দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হল, ভারতের ঝুলিতে ২ উইকেট খুইয়ে ৩১২ রান। যশস্বীকে নিয়ে অনেক আগেই আশার আলো দেখতে শুরু করেছিলেন কিংবদন্তিরা। ওয়েস্ট ইন্ডিজের নির্বিষ বোলিং নিয়ে ছেলেখেলা করে এদিন কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানের স্বাদ পেলেন যশস্বী জয়সওয়াল। যশস্বী বুঝিয়ে দিচ্ছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। ভারতের তৃতীয় ওপেনার হিসাবে অভিষেক টেস্টে শতরানের নজির গড়লেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হল, ভারতের ঝুলিতে ২ উইকেট খুইয়ে ৩১২ রান। একা যশস্বী নন, শতরানের দেখা পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও ১০৩ রানেরইনিংস খেলেন তিনি। ওপেনিং জুটিতে ওঠে ২২৯ রানের পার্টনারশিপ। এশিয়ার বাইরে ভারতের সর্বাধিক রানের ওপেনিং জুটি এটাই। দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত যশস্বী। অপর দিকে ৩৬ রানে অপরাজিত বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল তুলেছে ৩১২ রান। এখনই ১৬২ রানের লিড। ভারতের ইনিংস ক্যারিবিয়ানদের আরও কতটা বিপাকে ফেলতে সেটাই দেখার।
