নিজস্ব সংবাদদাতা : প্রকাশ্যে এল জওয়ান-এর নতুন পোস্টার| উচ্ছ্বসিত শাহরুখ অনুরাগীরা| প্রিভিউ-এর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খানের ছবি জওয়ান এর নতুন পোস্টার|
মুক্তির আগেই জওয়ান এর একের পর এক নয়া চমক| প্রিভিউ প্রকাশ্যে আসতেই রেকর্ড গড়েছে জওয়ান| বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে জওয়ান এর দ্বিতীয় পোস্টার| ২০২৩ সালের ৭-ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অ্যাটলি কুমার পরিচালিত ছবি জওয়ান| শাহরুখ খানের আসন্ন ছবি জওয়ান এর প্রিভিউ এখন হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার নয়া ট্রেন্ড| এই ছবির প্রিভিউ বলিউড ভাইজান সলমান খানকেই প্রথম দেখিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান| জওয়ান -এর প্রিভিউ দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা| সদ্যই প্রকাশ্যে এসেছে জওয়ান এর দ্বিতীয় পোস্টার| অ্যাকশন-থ্রিলার এই ছবির পোস্টারে কিং খানকে দেখা গিয়েছে টাক মাথায়| পোস্টারে কিং খানের হাতে রয়েছে বন্দুক| শাহরুখের চোখে রয়েছে কালো সানগ্লাস| অভিনেতার নয়া লুক অনুরাগীদের মুগ্ধ করেছে| পোস্টারে শাহরুখের নয়া লুক দেখে, অনুরাগীরা তাঁকে ভিলেন হিসাবে চিহ্নিত করছেন| পোস্টারটি বিভিন্ন ভাষায় শেয়ার করে বাদশা ক্যাপশনে লিখেছেন, আমি যখন ভিলেন হয়ে যাই তখন আমার সামনে কোনো নায়ক দাঁড়াতে পারে না| গৌরী খান প্রযোজিত জওয়ান এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, বিজয় সেতুপতি এবং নয়নতারা| অ্যাকশন থ্রিলারটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি এবং সুনীল গ্রোভার| দীপিকা পাড়ুকোনও সিনেমাটিতে ক্যামিও করতে দেখা যাবে| প্রসঙ্গত, স্পাই থ্রিলার পাঠান ছবিতে অভিনয় করে বড় পর্দায় কামব্যাক করেছিলেন কিং খান| ব্লকবাস্টার এই ছবিতে শাহরুখের লুক নজর কেড়েছিল অনুরাগীদের| তাই শুরু থেকেই নিজের আপকামিং ছবি জওয়ান ঘিরে প্রমোশনের কোনও ত্রুটি রাখতে চাননি বাদশা| একের পর এক নতুন চমক অনুরাগীদের দিয়ে চলেছেন এসআরকে|