নিজস্ব সংবাদদাতা : লাগাতার বৃষ্টিতে যমুনা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বর্তমানে রাজধানী দিল্লির বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে| যমুনার জলে ভেসে গিয়েছে দিল্লির বহু বাড়িঘর, বাজার, রাস্তাঘাট| অবরুদ্ধ হয়ে পড়েছে জনজীবন| দিল্লির কোথাও কোমর অবধি আবার কোথাও ৱুক অবধি জল| বহু রাস্তাঘাট জলের নিচে থাকায় যানচলাচলও বন্ধ রাখতে হয়েছে|
যমুনা নদীর জল ক্রমশ বাড়ছে| লালকেল্লার প্রাচীর আগেই ছুঁয়েছিল, এবার সুপ্রিম কোর্ট চত্বরেও পৌঁছে গেল যমুনার জল| ডুবে গিয়েছে রাজঘাট এলাকাও, যার জেরে উদ্বিগ্ন দিল্লির প্রশাসন| দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, দিল্লির সেচ ও বন্যা নিয়়ন্ত্রণ বিভাগের একটি যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণে যমুনার জল শহরের দিকে বয়ে যাচ্ছে| এই পরিস্থিতিতে দিল্লির কিছু এলাকায় পানীয় জল সরবরাহ এবং ইলেকট্রিক সাপ্লাই বিচ্ছিন্ন হতে পারে বলেও জানিয়েছে প্রশাসন| প্রশাসনের আধিকারিক এবং বিপুল সংখ্যক কর্মী জলের প্রবাহ বন্ধ করার জন্য ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যুদ্ধকালীন তত্পরতায় কাজ শুরু করেছেন| যদিও এর মধ্যেই আশার কথাও শুনিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার| সেন্ট্রাল ওয়াটার কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সারা দিন যমুনার জলস্তর স্থিতিশীল ছিল এবং সন্ধ্যার পর থেকে তা কিছুটা নেমে এসেছে| ওয়াটার কমিশনের আশা, আর বৃষ্টি না হলে শুক্রবার দুপুরের পর থেকে যমুনার জলস্তর আরও কমবে|
দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ১৬ জুলাই অবধি রাজধানীর সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে আম আদমি পার্টির সরকার| দিল্লির বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও| বৃহস্পতিবার ফ্রান্স সফরে গিয়েছেন তিনি| সেখান থেকেই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিল্লির পরিস্থিতির খোঁজ নিয়েছেন বলে সরকারি সূত্রে খবর|