৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চায়েতের  ফলে সার্বিকভাবে গোটা তৃণমূল শিবিরই উচ্ছ্বসিত

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  পঞ্চায়েতের  ফলে সার্বিকভাবে গোটা তৃণমূল শিবিরই উচ্ছ্বসিত। ভোটের আগে যেভাবে বাম-কংগ্রেস এবং বিজেপির একটা ‘অঘোষিত জোট’ তৈরি হয়েছিল, সেটা বিশেষ প্রভাব ফেলতে পারেনি। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যেই সিংহভাগ আসনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা।সেটাকেই নিজেদের সবচেয়ে বড় সাফল্য হিসাবে দেখছে ঘাসফুল শিবির। ফেসবুক পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলছেন,”গ্রামবাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুন্ঠ ভালবাসা, এবং অপার আশীর্বাদে আমি তথা তৃণমূল পরিবার কৃতজ্ঞ। এই জয় গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করল বাংলার মানুষের হৃদয়ে আসীন তৃণমূলই।” সোশ্য়াল মিডিয়ায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তিনি লেখেন, বিরোধীরা প্রচার করেছিল নে ভোট টু মমতা। তাদের সেই আবেদনকে ধাক্কা দিয়ে এখন মানুষ বলতে চাইছেন নাউ ভোট ফর মমতা। বাংলার মানুষকে ধন্যবাদ।

Scroll to Top