৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

কলকাতার বাজারে ঢুকেছে বিপুল পরিমাণ ইলিশ মাছ

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : কলকাতার বাজারে ঢুকেছে বিপুল পরিমাণ ইলিশ মাছ। আর তাতেই গৃহস্থের হেঁসেল থেকে বেরিয়ে আসছে সরষে ইলিশের অতুলনীয় গন্ধ।  হালকা বৃষ্টি ও পূবালী হওয়ার জেরে ভাল পরিমাণ ইলিশ ধরা গিয়েছে। এখন বাজারে সবজির দাম বেশি হওয়ায় মানুষ মাছের দিকে ভিড়ছেন। প্রতিদিনই বাজারে দেখা যাচ্ছে ইলিশ মাছ। স্বাদে আহামরি না হলেও ইলিশ কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। শহরের মাছের বাজারে ইলিশ মিলছে ৬০০ টাকা কেজি থেকে। যদিও সে মাছের আকার ৪০০-৫০০ গ্রামের মধ্যে। দেরিতে হলেও বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে৷ আর সেই সঙ্গে উঠেছে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাও। সমুদ্রে পারি জমিয়েছেন মৎস্যজীবীরা। ঝাঁকে ঝাঁকে ঢুকতে শুরু করেছে রুপালি শস্য কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়তে শুরু করেছে। তবে ৫০০ গ্রাম ওজনের কম বা ছোট সাইজের মাছ যাতে ধরা না হয় সেই দিকে নজরদারী চালানো হচ্ছে।

Scroll to Top