৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

রাজ্যসভার ভোটের জন্য ৬ প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : আগামী ২৪ জুলাই বাংলায় রাজ্যসভার ভোট। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ জুলাই। তার মধ্যে ১১ জুলাই পঞ্চায়েত ভোটের ফল। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফেও এই রাজ্যসভা ভোটের জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যেহেতু বিধায়করা রাজ্যসভায় ভোট দেবেন, ফলে বিধানসভায় ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। ৬ প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এবারে টিকিট দেওয়া হয়েছে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সমিরুল ইসলাম, প্রকাশ চিক বড়াইক এবং সাকেত গোখলেকে। শান্তা ছেত্রী এবং সুস্মিতা দেবকে বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের জায়গায় সমিরুল ইসলাম এবং প্রকাশ বড়াইককে টিকিট দিয়েছে দল।  এবারের তালিকায় অন্যতম চমক হলেন সাকেত গোখলে। বিগত দিনে একাধিক ইস্যুতে আরটিআই করে বিজেপিকে তোপ দেগেছেন সাকেত। আবার জেলেও গিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা চলছে। ছ’টি আসনের প্রত্যেকটিতে জয়ের জন্য ৪২ জন করে বিধায়কের ‘প্রথম পছন্দের ভোট’ প্রয়োজন। এই নিয়মে তৃণমূল কংগ্রেসের পাঁচটি আসনে জেতার কথা। ষষ্ঠ আসনটিতে বিজেপি জিতবে বলে ধরে নেওয়া হচ্ছে।

Scroll to Top