৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

রেজাল্টের পরও ১০ দিন বাহিনী থাকবে রাজ্যে

High News Digital Desk:

রেজাল্টের পরও ১০ দিন বাহিনী থাকবে রাজ্যে :

পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেও রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী| ভোট পরবর্তী হিংসা রুখতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট| আদালতের নির্দেশ, ফলপ্রকাশের পর ১০ দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, যাতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়| পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে| ভোটের ফলপ্রকাশের পরও সেই অশান্ত পরিস্থিতি বজায় থাকতে পারে বলে আশঙ্কা করছে আদালত| তাই ফলপ্রকাশের পর ১০ দিন পর‌্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকুক রাজ্যে, এমনই প্রস্তাব কলকাতা হাইকোর্টের| পাশাপাশি ভোটের আগেরদিন অর্থাত্ শুক্রবার সন্ধের মধ্যে বাহিনীকে যথাযথ জায়গায় মোতায়েন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে| কেন্দ্রের পক্ষ থেকেও আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছে, আসাম থেকে কেন্দ্রীয় বাহিনী সরাসরি মুর্শিদাবাদ জেলায় পৌঁছে যাবে| আদালত কমিশনকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করতে হবে| কারণ, এতটা রাস্তা সফর করে আসায় জওয়ানরা ক্লান্ত|
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে তদন্ত করতে সিবিআইকে দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট| পঞ্চায়েত ভোটের আগেই বিরোধীদের মুখে ফিরে আসে সেই হিংসার ঘটনার কথা| বিজেপি তথা বিরোধীদের দাবি ছিল, ভোট পরবর্তী হিংসার ঘটনা ঠেকাতে ফলপ্রকাশের পরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক বাংলায়| বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আদালত অবমাননার মামলাটি করেছিলেন, তাতেও এই আর্জি ছিল| শুভেন্দুর আইনজীবী গুরুকৃষ্ণ কুমারের আর্জি ছিল, ভোট পরবর্তী হিংসা ঠেকাতে ফলপ্রকাশের পর অন্তত ২ সপ্তাহ বাহিনী মোতায়েন থাকুক রাজ্যে| আদালত নির্দেশ দিয়েছে, পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর আরও ১০ দিন বাংলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী| মূলত, নির্বাচিতদের এবং সামগ্রিকভাবে মানুষের নিরাপত্তার জন্যই এই নির্দেশ দেওয়া হচ্ছে বলে আদালত জানিয়ে দিয়েছে|
পঞ্চায়েত ভোটের ফলগণনা শুরু হবে আগামী ১১ই জুলাই| কিন্তু প্রক্রিয়া শেষ হতে হতে ১২ তারিখ হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে| সেক্ষেত্রে ১২ই জুলাইয়ের পর আরও ১০ দিন বাহিনী মোতায়েন রাখতে হবে জানিয়ে দিয়েছে আদালত| পাশাপাশি পঞ্চায়েত ভোট দিতে যে ব্যালট বাক্স ব্যবহার হবে, তার নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট| এদিন কেন্দ্রীয় সরকারের আইনজীবী আদালতকে জানান, গত ৪ঠা জুলাই রাত ৯টা নাগাদ কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তা জানিয়ে সামগ্রিক পরিকল্পনা কমিশন জমা দেয় কেন্দ্রীয় সরকারের কাছে| ৫ই জুলাই তাতে অনুমোদন দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| তারপর থেকে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের উদ্দেশে রওনা দিতে শুরু করে| দফায় দফায় বাহিনী এসে পৌঁছচ্ছে রাজ্যে| যদিও কেন্দ্রের আইনজীবীর ইঙ্গিত, ৮ই জুলাই পঞ্চায়েত ভোটের আগে সম্পূর্ণ বাহিনী পৌঁছতে সমস্যা হতে পারে| এদিন আদালত আরও নির্দেশ দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী কীভাবে মোতায়েন হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন আইজি এবং বিএসএফরা| রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এব্যাপারে তাঁকে তথ্য দিয়ে সাহায্য করবেন| বাহিনী মোতায়েনের বিষয়টি আইজি, বিএসএফ, কমিশন ও পুলিশ সমন্বয়সাধন করে মোতায়েন করবে| এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না| বাতিল ব্যালটে প্রিসাইডিং অফিসারকে স্বাক্ষর করতে হবে| প্রধান বিচারপতির মন্তব্য, কোথাও থেকে যেন কোনও অভিযোগ না আসে, তার জন্য সবরকম চেষ্টা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে|

Scroll to Top