৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

লোরেটো কলেজে বাংলা ব্রাত্য

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  কলকাতার কলেজ, তবে সেখানে পড়তে হলে শুধু বাংলা জানলে চলবে না, বা শুধু হিন্দি জানলেও চলবে না| পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে ঝরঝরে ইংরেজি বলতে এবং লিখতে জানতে হবে| শুধু তাই নয়, বাংলা বা হিন্দি মাধ্যমের পড়ুয়া হলে তত্ক্ষণাত্ ভর্তির লিস্ট থেকে কাটা যাবে নাম! ভর্তির বিজ্ঞাপনে সম্প্রতি এমনই শর্ত জারি করেছে কলকাতার লোরেটো কলেজ| যে রাজ্যে বাংলা সর্বাধিক কথিত ভাষা, সেখানে এমন ভর্তির শর্ত দিয়ে বিতর্কেও জড়িয়েছে তারা| যদিও লোরেটো কলেজ কর্তৃপক্ষের যুক্তি, যেহেতু এই কলেজে পড়াশোনা এবং ক্লাস ইংরেজিতেই হয়, তাই ছাত্রীর পড়াশোনার সুবিধার জন্যই ইংরেজিতে সড়গড় হওয়া জরুরি| কিন্তু ইংরেজি মাধ্যমে পড়া জরুরি কি? লোরেটো কলেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন, বাংলা বা হিন্দির মতো আঞ্চলিক ভাষার মাধ্যমে দ্বাদশ শ্রেণি পর‌্যন্ত পড়াশোনা করেছেন যাঁরা, তাঁদের কলেজে ভর্তি নেওয়া হবে না|
ঠিক কী লেখা রয়েছে এই বিজ্ঞপ্তিতে? লোরেটো কলেজের পড়াশোনার মাধ্যম ইংরেজি| আমাদের লাইব্রেরিতে শুধুমাত্র ইংরেজি বই ও জার্নাল রাখা হয়| তাই দ্বাদশ শ্রেণিতে যাঁদের পড়াশোনার মাধ্যম আঞ্চলিক ভাষা ছিল, তাঁদের ভর্তি নেওয়া হবে না| অ্যাডমিশনের জন্য আঞ্চলিক ভাষায় পড়াশোনা করা পড়ুয়াদের বিবেচনা করা হয়নি| স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তিতে লোরেটো কলেজের এমনই একটি নির্দেশিকাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে| একইসঙ্গে কেন ইংরাজিকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেই বিষয়েও বিস্তারিত উল্লেখ করা হয়েছে নোটিসে| লোরেটো কলেজে স্নাতকস্তরে ভর্তির ৭টি বিষয়ের মেধাতালিকা প্রকাশিত হয়েছে| যার প্রতিটিতেই লেখা রয়েছে যে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করলেই যেন ওই কলেজে পড়ুয়ারা আবেদন করেন| সেই বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পড়ুয়া থেকে শুরু করে আমজনতা সকলেই প্রশ্ন তুলেছেন| তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকেও|
কিন্তু এমন শর্ত কি দিতে পারে কোনও কলেজ? রাজ্যের সর্বাধিক কথিত ভাষাকে কি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কলেজ এভাবে উপেক্ষা করতে পারে? যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন এই কলেজ, তারা বলছে, পারে না! বস্তুত এমন ভর্তির নোটিস নিয়ম বহির্ভূত| এমনকি, কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই নোটিসের ব্যাখ্যা জানতে চেয়ে লোরেটো কলেজের অধ্যক্ষকে তলব করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য| ওই সূত্রেই জানা গিয়েছে, পরের বছর থেকে যাতে এরকম কোনও বিজ্ঞপ্তি না দেওয়া হয় তা অধ্যক্ষকে জানিয়ে দেওয়া হবে| কিন্তু প্রশ্ন উঠছে কেন ইংরাজিকে প্রাধান্য দিচ্ছে ১১১ বছরে পা দেওয়া এই ঐতিহ্যবাহী কলেজ? উল্লেখ্য, লোরেটো কলেজে পড়াশোনার প্রধান মাধ্যম ইংরাজি| সেখানে লাইব্রেরি থেকে শুরু করে যাবতীয় পঠন-পাঠন, প্রায় সবটাই হয় ইংরাজি ভাষায়| ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই ভিন্ন মাধ্যমে পড়াশোনা করা পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখেই এমন বলা হয়েছে বলেও দাবি করছে কলেজ কর্তৃপক্ষ| কোনওভাবেই বাংলা মাধ্যমে লেখাপড়া করলে ভর্তি হওয়া যাবে না, একথা বলা হয়নি বলেই দাবি তাদের|
কিন্তু মহানগরের অভিজাত কলেজের এই বক্তব্যে সন্তুষ্ট নয় শিক্ষামহল| লোরেটো কলেজের তরফে ভর্তির এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক| বাংলা কেন ব্রাত্য? সোশ্যাল মিডিয়া জুড়ে এই প্রশ্নে সরব হয়েছেন অনেকেই| বাংলার একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েও কীভাবে এমন বিজ্ঞপ্তি দিতে পারে লোরেটো কলেজ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ-কেউ| এবিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস অবশ্য জানিয়েছেন, কি কারণে এই সিদ্ধান্ত নিল লোরেটো কলেজ কর্তৃপক্ষ, তা আমরা ৱুঝে উঠতে পারছি না| কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নিয়মে এমন কিছুই নেই| আমরা কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে কারণ জানতে চেয়েছি| এই ঘটনা কেন ঘটেছে, আদৌও ঘটেছে কিনা, এখনই বলা সম্ভব নয়| পড়ুয়ারা অবশ্য জানাচ্ছেন, এবছর প্রথম খাতায়-কলমে এমন বিজ্ঞপ্তি দিলেও লোরেটো বরাবরই ইংরেজি মাধ্যমের পড়ুয়াদেরই পছন্দ করে এসেছে| বাংলা মাধ্যমের ছাত্রীদের নাম সাধারণত ভর্তির তালিকায় ঠাঁই পায় না| তবে এভাবে প্রকাশ্যে সেই অভ্যাসকে নিয়মের পর‌্যায়ে নিয়ে যাওয়ায় বিস্মিত অনেকেই| একই সঙ্গে পড়ুয়াদের প্রশ্ন, উপাচার‌্য নয় আগামী বছরের কথা বলবেন, কিন্তু এবছর যাঁরা ভর্তি হচ্ছেন তাঁদের ক্ষেত্রে কোন নিয়ম কার‌্যকর হবে? সে প্রশ্নের জবাব যদিও খুব শীঘ্রই পাওয়া যেতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল|

Scroll to Top