৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ইডি দফতরে যাচ্ছেন না সায়নী

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  বুধবার ইডি দফতরে যাচ্ছেন না সায়নী। এমনটাই দাবি তৃণমূলের।  আজ ভোটের প্রচারে পূর্ব বর্ধমানের গলসিতে যাওয়ার কথা তৃণমূল যুব সভানেত্রীর। হাতে গোনা আর কদিন বাদেই পঞ্চায়েত ভোট। তাই ভোটের প্রচারে ব্যস্ত থাকাতেই আজ হাজিরা দিতে যেতে পারছেন না তিনি। কুণাল জানিয়েছেন, আজ যে তিনি উপস্থিত হতে পারছেন না, একথা ইডিকে চিঠি লিখে জানিয়েছে সায়নী। এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূল নেতানেত্রীদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল। ১১ জুলাইয়ের পর যে কোনও দিন ডাকলে তিনি যাবেন বলে মেইল মারফত জানিয়েছেন।সায়নীর ইডি তলব এড়ানো প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘যাদের যাবেন না বলেছেন, তারা ব্যবস্থা নেবেন। এত প্রমাণ থাকা সত্ত্বেও সেদিন রাতে কেন ছেড়ে দেওয়া হল? কুন্তলের কাছ থেকে ফ্ল্যাট নিয়েছে। ৬০ লাখ টাকা দামের গাড়ি চড়েন। কয়েক কোটি টাকা নেওয়া হয়েছে। উনি নিয়োগ দুর্নীতির অন্যতম সুবিধাভোগী।’ ৫৩০ পাতার নথি পাঠিয়ে দিলেও আজ ইডি দফতরে হাজিরা দিতে যাচ্ছেন না সায়নী। যদিও সায়নী আগে বলেছিলেন, ‘৫ জুলাই আবার যাব। সশরীরেই হাজিরা দেব। যতবার ডাকবে ততবার যাব। যারা চুরি করে তারা পালিয়ে বেড়ায়। আমি কেন পালিয়ে বেড়াব? বুধবার সকালে সায়নী গলফগ্রিনের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তবে বাড়িতে তাঁর বাবা–মা আছেন। আজ সকাল ১০টা নাগাদ জানা গেল, তিনি ইডি দফতরে যাচ্ছেন না।

Scroll to Top