৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

আজ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও কুয়েত

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম সংস্করণ চলছে। এর মধ্যে আট বার জিতেছে ভারত। আজ নবম ট্রফির লক্ষ্যে নামছেন সুনীলরা।  ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে  কিছু দিন আগেই  ভারত। ট্রফি জেতার হ্যাটট্রিকের সামনে  ব্লু টাইগার্স। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটি রেড কার্ড দেখেছেন হেড কোচ ইগর স্টিমাচ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন তাঁকে দু-ম্যাচের জন্য নির্বাসিত করেছে।সেমিফাইনালেও হেড কোচকে ছাড়াই নেমেছিল ভারতীয় দল। লেবানন কে  ৪-২ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। স্টিমাচের অনুপস্থিতিতে ফাইনালেও টেকনিকাল এরিয়ায় থাকবেন মহেশ গাওলি সহকারি কোচ। মহেশ গাওলি প্লেয়ার হিসেবে দু-বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন।প্রথম বার ২০০৫ সালে করাচিতে, এরপর ২০১১ সালে নয়াদিল্লিতে।  মহেশ গাওলির সামনে এ বার কোচ হিসেবে জয়ের সুযোগ

Scroll to Top