৫ পৌষ ১৪৩২ রবিবার ২১ ডিসেম্বর ২০২৫
৫ পৌষ ১৪৩২ রবিবার ২১ ডিসেম্বর ২০২৫

বিশ্বকাপ থেকে পঞ্জাবের মোহালির মাঠ বাদ

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  ক্রীড়ামন্ত্রী গুরমিত সিংহ জানতে চাইলেন কীসের জন্য মোহালিতে  ম্যাচে দেওয়া হল না। মোহালিতে  ম্যাচ না পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি লিখলেন পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমিত সিংহ।  চিঠিতে তিনি উল্লেখ করেছেন , ২০১১ সালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ  হয়েছিল, ১৯৯৬ এবং ২০১১ সালের বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল মোহালিতে, এ ছাড়াও আইসিসি প্রতিযোগিতার অনেক  ম্যাচই  আয়োজন করেছে মোহালি। সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে, মোহালিতে  আধুনিক প্রযুক্তি রয়েছে।   বিশ্বকাপের  সূচি ঘোষণার পর রাজীব বলেছিলেন আইসিসি-র ম্যাচ ও  বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার ব্যবস্থা নেই মোহালির। গুরমিত  চিঠিতে জানতে চেয়েছেন ম্যাচ আয়োজন করতে হলে মোহালিতে আর কী কী প্রয়োজন ছিল।

Scroll to Top