৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কপ্টারকাণ্ডে আহত মুখ্যমন্ত্রী, এমআরআই এসএসকেএম হাসপাতালে

High News Digital Desk:

কপ্টার বিভ্রাটে পা এবং কোমরে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মঙ্গলবার বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি| বিমানবন্দরে তাঁর জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা ছিল| কিন্তু মুখ্যমন্ত্রী নিজের গাড়িতেই হাসপাতালের উদ্দেশে রওনা দেন| হাসপাতালে তিনি পৌঁছলে হুইলচেয়ার নিয়ে আসেন সেখানকার কর্মীরা| মুখ্যমন্ত্রী যদিও হুইলচেয়ার ব্যবহার করতে সম্মত হননি| তবে গাড়ি থেকে নামার সময় শরীরের ভারসাম্যও হারিয়ে ফেলতে দেখা যায় তাঁকে| তখনই তাঁকে ধরে নেন হাসপাতালের এক মহিলা কর্মী| মমতাকে ধরে ভিতরে নিয়ে যাওয়া হয়| মুখ্যমন্ত্রী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালের ভিতরে ঢোকেন| স্পষ্ট বোঝা যায়, তাঁর হাঁটতে সমস্যা হচ্ছে| চোট কতটা তা পরীক্ষানিরীক্ষা করে দেখেন এসএসকেএমের চিকিত্সকেরা| তাঁর এমআরআই পরীক্ষাও করা হয়| হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর জন্য তৈরি রাখা হয়েছিল উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিন| সেখানেই পরীক্ষানিরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়| তৈরি ছিলেন চিকিত্সকেরাও| মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই সেখানে পৌঁছন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়|

মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির মালবাজারে পঞ্চায়েত ভোটের প্রচারসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের| সভা শেষ করে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী| মাঝপথে প্রবল বৃষ্টি শুরু হয়| বৈকুণ্ঠপুরের জঙ্গলের উপর থেকেই গতিমুখ পরিবর্তন করেন কপ্টারের চালক| শিলিগুড়ির উপকণ্ঠে শালুগাড়ার কাছে সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার| চোট পান মুখ্যমন্ত্রী| এরপর এয়ারবেসের কর্তারা সকলকে নিরাপদে কাছের সেনা অফিসে নিয়ে যান| পরে সড়কপথে বাগডোগরায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়| সেখান থেকে বিমানে সোজা কলকাতা|

Scroll to Top