৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার প্রতিযোগিতায় বাজিমাত দুই বঙ্গ কন্যার

High News Digital Desk:

বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার প্রতিযোগিতায় বাজিমাত দুই বঙ্গ কন্যার :

বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হলেন সুতীর্থা এবং ঐহিকা মুখোপাধ্যায়ের জুটি। ফাইনালে জাপানের মিওয়া হরিমোতো এবং মিউয়ি কিহারা জুটিকে হারালেন । ৩-১ ফলে জিতেন দুই বঙ্গ তনয়া। খেলার ফল ১১-৫, ১১-৬, ৫-১১, ১৩-১১।এই প্রথমবার ভারত এই খেতাব জিতল। শক্তিশালী জুটিকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে বাড়তি আত্মবিস্বাস নিয়েই নামেন দুই বঙ্গ কন্যা।সেমিফাইনালের কড়া টক্করের পর ফাইনালে তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পান সুতীর্থরা। শেষ পর্যন্ত ১৩-১১ ফলে জিতে খেতাব নিশ্চিত করলেন সুতীর্থা-ঐহিকা জুটি।সুতীর্থারা খেতাব জিতলেও এই টুর্নামেন্টে ব্যর্থ হয়েছেন ভারতের বাকি প্রতিযোগীরা।  মহিলাদের সিঙ্গলসেও হতাশাজনক পারফরম্যান্স করেছে ভারত। সাফল্য আসেনি মিক্সস ডাবলস বা পুরুষদের ডাবলসেও।  সব ব্যর্থতা ঢেকে দিলেন সুতীর্থা-ঐহিকা জুটি। তাঁর হাত ধরেই প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নের স্বাদ পেল ভারত। বিশ্ব মঞ্চে আবারও বাজিমাত দুই বঙ্গ কন্যার।

Scroll to Top