৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

২-০ গোলে হারিয়ে দিল সাদার্ন সমিতিকে ডায়মন্ড হারবার এফসি

High News Digital Desk:

জয় দিয়ে  অভিযান শুরু করল  ডায়মন্ড হারবার এফসি। রবিবার লিগের প্রথম ম্যাচে তারা ২-০ গোলে হারিয়ে দিল সাদার্ন সমিতিকে।রবিবারই কলকাতা লিগ শুরু হয়েছে। ।  গোলের সামনে গিয়ে একাধিক সুযোগ নষ্ট করেছে ডায়মন্ড হারবার এফসি। বেশ কয়েকবার গোল করার জায়গায় চলে এসেছিল সাদার্নও। কিন্তু সঠিক স্ট্রাইকারের অভাবে গোল করতে পারেনি । দু’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধে অন্য ডায়মন্ড হারবারকে দেখা যায়। কিবু ভিকুনার দল  আগ্রাসী হয়ে নামে। । ৬৫ মিনিটের মাথায় প্রথম গোল সুপ্রতিপ বারুইয়ের। তিন মিনিট পরে দ্বিতীয় গোল করেন সুপ্রিয় পণ্ডিত। কলকাতা লিগের প্রথম দিনে বেশ কিছু আয়োজন করেছিল আইএফএ। কিশোর ভারতী স্টেডিয়ামে লেজার শো দর্শকদের আনন্দ দায়। ছিল নাচের অনুষ্ঠান এবং কলকাতা পুলিশ ব্যান্ডের পারফরম্যান্সও। রবিবার ছুটির দিনে দর্শকও নেহাত খারাপ হয়নি।টুইট করে দলকে শুভেচ্ছা জানান অভিষেক।.

# GROUP A MP W D L G PTS FORM
1. Diamond Harbour 1 1 0 0 2:0 3
2. Mohammedan 0 0 0 0 0:0 0
3. Tollygunge Agragami 0 0 0 0 0:0 0
4. Kalighat 0 0 0 0 0:0 0
5. Peerless 0 0 0 0 0:0 0
6. United SC 0 0 0 0 0:0 0
7. Patha Chakra 0 0 0 0 0:0 0
8. Food Corporation 0 0 0 0 0:0 0
9. Dalhousie 0 0 0 0 0:0 0
10. Army Red 0 0 0 0 0:0 0
11. Mohun Bagan 0 0 0 0 0:0 0
12. Calcutta 0 0 0 0 0:0 0
13. Southern Samity 1 0 0 1 0:2 0
# GROUP B MP W D L G PTS FORM
1. East Bengal 0 0 0 0 0:0 0
2. Bhawanipore 0 0 0 0 0:0 0
3. Aryan 0 0 0 0 0:0 0
4. West Bengal 0 0 0 0 0:0 0
5. Eastern Railway 0 0 0 0 0:0 0
6. George Telegrapher 0 0 0 0 0:0 0
7. Kidderpore 0 0 0 0 0:0 0
8. Police AC 0 0 0 0 0:0 0
9. Calcutta Customs 0 0 0 0 0:0 0
10. Rainbow 0 0 0 0 0:0 0
11. Railway 0 0 0 0 0:0 0
12. BSS Sporting 0 0 0 0 0:0 0
13. Wari 0 0 0 0 0:0 0
Scroll to Top