৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ সোমবার ২০ অক্টোবর ২০২৫

৭ জনের পলিগ্রাফ টেস্ট, অনুমোদন আদালতের

প্রতিবেদক :অভিষেক সিংহ

কলকাতা : ক্রমশ গভীরতর সঙ্কটে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর পলিগ্রাফ টেস্টের আবেদন অনুমোদিত হয়েছে শিয়ালদা কোর্টে।

সিবিআইয়ের আবেদন শুনে সন্দীপ ঘোষ সহ মোট ৭ জনের পলিগ্রাফ টেস্টে অনুমোদন এসিজেএমের। ওই ৭ জনের মধ্যে রয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়। এছাড়া পলিগ্রাফ টেস্টের মুখোমুখি হতে চলেছেন সঞ্জয় ঘনিষ্ঠ এক ব্যক্তি ও আরজি কর মেডিক্যালে পাঠরত ৪ জন।

শুক্রবার শিয়ালদা কোর্টে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হয় ধৃত সঞ্জয় রায়কে। এদিনই তার পুলিশ হেফাজতের সময়সীমা শেষ হয়েছিল। আজ সঞ্জয়কে ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাকে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে।

শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে সঞ্জয়কে নিয়ে যাওয়া হয় শিয়ালদা কোর্টে। সেখানে তাকে লক্ষ করে ধেয়ে আসে ‘ফাঁসি চাই’ ধ্বনি। উত্তেজনাপূর্ণ সেই পরিস্থিতি সামলে ধৃত অভিযুক্তকে কোনওক্রমে কোর্টের মধ্যে নিয়ে যায় পুলিশ। শিয়ালদা কোর্টের এসিজেএম সঞ্জয়কে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। এরপর অভিযুক্তকে প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছে দেওয়া হয়। সেখানে গিয়ে যাতে সঞ্জয়ের পলিগ্রাফ করা যায়, এবার আদালতে সেই আবেদন করা হবে বলে সিবিআই সূত্রে খবর।

Scroll to Top