৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

৫.৫ তীব্রতার ভূমিকম্প নেপালে, কম্পন অনুভূত বিহার ও শিলিগুড়িতেও

High News Digital Desk:

মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শুক্রবার ভোররাত ২.৩৬ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নেপালে। নেপাল পুলিশের ডিআইজি দীনেশ কুমার আচার্য বলেছেন, “ভূমিকম্পে কোনও প্রাণহানি অথবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রেও পরিকাঠামোর বড় ধরনের ক্ষতির খবর নেই।” ভূপৃষ্ঠে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

নেপালের ভূকম্পন অনুভূত হয় শিলিগুড়ি এবং বিহারেও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। মাটির অন্তত ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থলটি ছিল। বিহারের মুজাফ্ফরপুরে কম্পন টের পাওয়া যায়, ভূকম্পন অনুভূত হয় বিহারের সমস্তিপুরেও। আবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও ভূকম্পন অনুভূত হয়। কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে নেপাল-তিব্বত সীমান্তে।

Scroll to Top