৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

৫ হাজারি আম, বাপ রে কী দাম !

High News Digital Desk:

প্রতি বছরের মতো এবছরও দিল্লিতে আমের মেলায় স্থান পাচ্ছে বাঁকুড়ার আম্রপালি| তবে এবারের বিশেষ আকর্ষণ, গঙ্গাজলঘাঁটির নিত্যানন্দ ঘড়াইয়ের বাগানের মিয়াজাকি আম| পেল্লাই তার বহর| দামেও মহাঘর্য|
কাঁকর ভরা রুখাশুখা লাল মাটিতে চাষবাস কীভাবে হবে, তা নিয়ে অনেক সময়ই রাতের ঘুম উড়ত কৃষকদের| তবে এখন বিভিন্ন প্রযুক্তির প্রয়োগে ব্যাপক উন্নতি ঘটেছে জমির| বেড়েছে কৃষিযোগ্যতা| নানারকম শস্য ও তন্তুজাত ফসল তো বটেই, এমনকি বিভিন্ন সংস্থার আর্থিক অনুদানে এখানে গজিয়ে উঠেছে আমবাগান| বর্তমান হিসেব বলছে, ছোটোবড় মিলিয়ে ২০০-টির বেশি আমবাগান রয়েছে এখানে| তবে সব বাগানেই ফলন হয় আম্রপালির, যা মালদার ফজলিকেও টেক্কা দেয়| দেশের বিভিন্ন প্রান্তের আম নিয়ে দিল্লিতে ফি-বছর বসে আমের প্রতিযোগিতা| সেখানে আম্রপালি প্রথম স্থান অধিকার করে| এবছরও তার অন্যথা হবে না| এমন আশার কথাই শোনালেন খাতড়া মহকুমার উদ্যানপালন বিভাগের সহকারী অধিকর্তা, স্তিমিতা সরকার|
তবে দিল্লির মেলায় এবারের অন্যতম আকর্ষণ গঙ্গাজলঘাঁটির নিত্যানন্দ ঘড়াইয়ের বাগানের পেল্লাই সাইজের আম| একটি আমের ওজন ৪-৫ কেজি, দাম প্রায় ৫ হাজার টাকা! নিজের বাগানের আম দিল্লিতে প্রতিযোগিতায় যাচ্ছে বলে বেজায় খুশি নিত্যানন্দ ঘড়াই|
খাতড়া, তালডাংড়া, রানিবাঁধ, হিড়বাঁধে ফলছে বিপুল পরিমাণ আম| তবে রাঢ় বাংলার ওই সব রকমারি আমের মধ্যে উত্কৃষ্ট মল্লিকা ও আম্রপালি| এই দুই ধরনের আমের সৌজন্যে ইদানীং কিস্তিমাত করছে বাঁকুড়া| কিছটা হলেও পিছিয়ে পড়ছে মালদা-মুর্শিদাবাদ|

Scroll to Top