৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

৫ অগস্ট প্রতিটি ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  একুশের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায়, বিধানসভায়, ব্লকে, পঞ্চায়েতে যেভাবে মানুষ সমর্থন করেছে মানুষের পঞ্চায়েত পাশে থেকেছে তা প্রণম্য। সাধারণ মানুষের কথায় এবার মানুষ প্রার্থীপদ দিয়েছে। জিতিয়েছে মানুষ। “নবজোয়ার কর্মসূচীতে দু-মাস ধরে মানুষের কাছে যাওয়া হয়েছে৷ জিতিয়েছে মানুষ৷ নেতার কথায় প্রার্থী হয়নি। অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমরা তৃণমূল কংগ্রেস শক্তিশালী করেছি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ৪৮ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল  ৩৮ শতাংশ। বিধানসভায় ১০ শতাংশের ব্যবধান ছিল। পঞ্চায়েতে ১৫ শতাংশের বেশি হবে ভেবেছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম ব্যবধান ৩০ শতাংশের বেশি হয়েছে।” লোকসভা ভোটের লক্ষ্যে মাথায় রেখেই এদিন বার বার অভিষেকের মুখে ‘ইন্ডিয়ার’ বাণী। তিনি বলেন, “আগামীর লড়াই ২০২৪ এর লড়াই। সব জায়গায় আওয়াজ উঠেছে আগামী ভোটে জিতছে কে INDIA। অভিষেক আরও বলেন, আমরা ১০০ দিনের টাকা দিল্লির বুক থেকে টেনে আনবো। বাংলার প্রতি যে ধারাবাহিক নিপিড়ন, শোষণ, বঞ্চনা, অপমান- সেই বকেয়া বুঝে নিতে দিল্লি যাবেন তো! তিনি বলেন, ‘‌আগামী ৫ অগস্ট প্রতিটি ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। আগে তালিকা তৈরি করুন। তারপর আগামী ৫ অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। প্রত্যেকটি বিজেপি নেতার বাড়ি ঘেরাও করুন।’‌ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা অবধি বাড়ি ঘেরাও করার কথা বলেছেন। ‘বাংলার সংস্কৃতি, ঐতিহ্যকে মাথায় রেখে’ শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচি পালনের জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ড।

Scroll to Top