৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

৪ রাউন্ড গুলি, জখম ১, গ্রেফতার ২, অধরা ১

High News Digital Desk:

কলকাতা : কলকাতায় ফের শুট-আউট| গভীর রাতে গুলি লরি চালককে| পরপর ৪ রাউন্ড গুলি| গুরুতর জখম অবস্থায় লরি চালক ভর্তি হাসপাতালে| রাতেই গ্রেফতার ২| তবে মূল অভিযুক্তকে এখনও ধরা যায়নি বলে পুলিশ সূত্রে খবর|

বাবুঘাট এলাকার বাজেকদমতলা ঘাটে রবিবার রাত ২টো নাগাদ গুলি চলেছে| বালির দর কষাকষি করতে গিয়েই বচসায় জড়িয়ে পড়েন চালক| তার জেরেই গুলি চলে থাকতে পারে বলে মনে করা হচ্ছে| তদন্ত শুরু করেছে পুলিশ| পুলিশ সূত্রে খবর, কোহিনুর মার্কেট এলাকায় বালিভর্তি লরি নিয়ে যাওয়ার বরাত পেয়েছিলেন কান্তি সিংহ নামের লরি চালক| তাঁর মালিকের সঙ্গে লরির জন্য ৩৩ হাজার টাকায় রফা হয়| অভিযোগ, ফোনে ৩৩ হাজার টাকা দেওয়ার কথা বলা হলেও লরি পৌঁছলে ২৮ হাজার টাকা দেওয়া হয়| এর পর লরি চালক মালিককে ফোন করে বিষয়টি জানালে তিনি লরি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন| ঘটনার মূল অভিযুক্ত টিংকু নামের এক ব্যক্তি লরি চালককে ২৮ হাজার টাকা দিয়ে লরি খালি করতে বলার পরই শুরু হয় ঝামেলা| অন্য লরি চালকরাও তাতে যোগ দেন| শেষে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত| শুট-আউটের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় ময়দান এবং উত্তর বন্দর থানার পুলিশ| লরিচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়| ঘটনায় টিংকুর সঙ্গে ছিলেন আরিফ, আসিফ এবং দানিশ নামের ৩ যুবক| এঁদের মধ্যে আসিফ এবং আরিফকে ময়দান থানার পুলিশ রাতে গ্রেফতার করেছে| অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে|

Scroll to Top