লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ১ মাস কাটার পরেই ফের নির্বাচনের দামামা রাজ্যে| যদিও এবার লোকসভা নয়, ৪টি বিধানসভা কেন্দ্র মানিকতলা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও বাগদায় উপনির্বাচন| এর মধ্যে মানিকতলাতে বিধায়কের মৃতু্যর কারণে, আর বাকি তিনটি কেন্দ্রে উপনির্বাচন দলবদলের কারণে|
আগামিকালের ভোট নিয়ে ইতিমধ্যেই তত্পর কেন্দ্রীয় নির্বাচন কমিশন| ৪টি কেন্দ্রের মোট ১০৯৭টি ৱুথের প্রত্যেকটিতেই থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা| এর মধ্যে রায়গঞ্জে ২১২টি, বাগদায় ৩১০টি, রানাঘাট দক্ষিণে ৩০৭টি ও মানিকতলায় ২৭৭টি ৱুথ| ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য রাজ্যে থাকছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী| এর আগে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন| সেই মতো বাহিনী মোতায়নও করা হয়েছিল| তবে রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করা যায়, সেই লক্ষ্যে অতিরিক্ত ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক|
অর্থাত্, ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য রায়গঞ্জে থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রানাঘাটে থাকছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাগদায় ২০ কোম্পানি ও মানিকতলায় থাকছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী| ১০ তারিখ উপনির্বাচন শেষ হয়ে গেলে, অতিরিক্ত কোম্পানি আবার নিজের জায়গায় ফিরে যাবে বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে|
উল্লেখ্য, ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে ১৪ কোম্পানি, বিএসএফ থাকবে ১৯ কোম্পানি, সিআইএসএফ থাকবে ১০ কোম্পানি, আইটিবিপি থাকবে ১৪ কোম্পানি, এসএসবি থাকবে ১৩ কোম্পানি|
৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দায়িত্বে থাকবেন মোট ১২ জন পর্যবেক্ষক| সব পোলিং স্টেশনেই সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে| থাকবে রাজ্য পুলিশও|
এই ৪ কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে প্রার্থী হিসেবে গত বিধানসভা নির্বাচনে জেতা ২ বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারীকে রেখে দিয়েছে তৃণমূল| মানিকতলায় প্রয়াত নেতা সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস| তৃণমূল বাগদায় প্রার্থী করেছে নতুন মুখ তথা মতয়া ঠাকুর পরিবারের সদস্যা মধুপর্ণা ঠাকুরকে| পাশাপাশি, এই ৪ বিধানসভা কেন্দ্রের মধ্যে বাগদায় বামেদের সঙ্গে বন্বুত্বপূর্ণ লড়াই হতে চলেছে কংগ্রেসের| ৪টিতেই প্রার্থী দিয়েছে বিজেপি| মানিকতলা এবং রানাঘাট দক্ষিণে প্রার্থী দিয়েছে সিপিআইএম| বাগদায় প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লকও| রায়গঞ্জে প্রার্থী দিয়েছে কংগ্রেস| বাগদাতেও কংগ্রেস প্রার্থী দিয়েছে|