মাঝে আর একটাই মাত্র দিন। তারপরেই ২১ জুলাই। কলকাতা থেকে দূর-দূরান্তের জেলা– সর্বত্র চূড়ান্ত প্রস্তুতির ব্যস্ততা। এরই মধ্যে মহানগরে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। চলছে মঞ্চ বাঁধার শেষ পর্যায়ের কাজ।
মোট ৩টি মঞ্চ তৈরি হচ্ছে তৃণমূলের শহিদ দিবস উদযাপন উপলক্ষে। এবার মূল মঞ্চ হতে চলেছে ৫৪ ফুট লম্বা ও ২৪ ফুট চওড়া। এই মঞ্চেই থাকবেন দলের শীর্ষনেতারা। থাকবেন নব নির্বাচিত সাংসদ-বিধায়ক ও গুরুত্বপূর্ণ নেতামন্ত্রীরা। এছাড়া তৈরি করা হয়েছে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থ বিশিষ্ট দ্বিতীয় মঞ্চ। তাতে বসবেন বিভিন্ন পুরসভার কাউন্সিলররা। তৈরি হয়েছে আরও একটি মঞ্চ। সেই মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চটি লম্বায় ৪০ ফুট ও চওড়ায় হতে চলেছে ২৪ ফুট।
মঞ্চে ওঠার জন্য সিঁড়ি নয়, থাকছে র্যাম্প, যার উচ্চতা হবে প্রায় ১০ ফুট। এবারেও থাকছে ১৩টি জায়ান্ট স্ক্রিন৷ ২১ জুলাই উপলক্ষে সভা জুড়ে সবরকম কাজ পরিচালনার দায়িত্ব সামলাবেন ৪০০০ স্বেচ্ছাসেবক।
এবার ২১ জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে। এ’বছরই লোকসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা উপনির্বাচনেও একের পর এক আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল। এই প্রেক্ষাপটে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো। তাঁরা ভাষণ শোনার অপেক্ষায় রাজ্যের বহু মানুষ।