৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

৩০০ বছরের ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে আজও রীতি মেনে হয়ে আসছে দুর্গা পুজো

High News Digital Desk:

বারুইপুর রায়চৌধুরী বাড়ির দুর্গা পুজোর বিসর্জনের পর আজও ওড়ানো হয় নীলকণ্ঠ পাখি| ৩০০ বছরের ঐতিহ্যপূর্ণ প্রথা আজও মেনে চলা হয় একই ভাবে| পুরাণ মতে, নীলকন্ঠ পাখিরা কৈলাসে গিয়ে দুর্গার ফেরার খবর দেয় মহাদেবকে| তাই প্রশাসনের নিষেধাজ্ঞা জারি থাকলেও বহুবছর ধরে পুরোনো রীতিকে সম্মান জানিয়ে আজও রায়চৌধুরী পরিবারে চলে আসছে এই ঐতিহ্য| জঙ্গল ও আগাছায় ভরেছে রায়চৌধুরী বাড়ি| কথায় বলে জমিদার না থাকলেও জমিদারি প্রথা আজও হয়ে আসেছে| সেই প্রথা মেনেই দুর্গাপুজোর আয়োজন হয় বারুইপুর জমিদার বাড়িতে| সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জমিদার বাড়িতে বসেই লিখেছিলেন দুর্গেশনন্দিনী উপন্যাসের কিছু অংশ| এছাড়াও ঋষি অরবিন্দ, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বেরও দর্শন পেয়েছে এই বাড়ি| প্রায় তিনশো বছরের পুরোনো বাড়িটি জমিদার রাজবল্লভ চৌধুরীর হাতে তৈরি| বারুইপুরের ইতিহাস থেকে জানা যায়, বারুইপুর থেকে সুন্দরবন পর‌্যন্ত এক বিশাল জায়গা যৌতুক হিসাবে পেয়েছিলেন তিনি| তত্কালীন সেই নবাবের কাছ থেকেই পাওয়া রায়চৌধুরী উপাধিও| কনওয়ালিসের আমলে এক বিদেশি কোম্পানিকে দিয়ে গড়ে তুলেছিলেন তাঁর এই স্বপ্নের প্রাসাদ| ঝোপ-জঙ্গল এবং শ্যাওলাতে ঘেরা সে বাড়ির আজ আগের মতো সৌন্দর‌্য নেই| তৱুও স্বাধীনতার আগে এবং পরের বহু ইতিহাসের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে রয়েছে বারুইপুরের রায়চৌধুরীর পরিবারের সেই জমিদার বাড়ি| প্রায় তিনশো বছর আগে সেই জমিদার বাড়িতেই শুরু হয় দেবী দুর্গার বন্দনা| রীতি অনুযায়ী, এক চালচিত্রের প্রতিমাতেই হয় পুজো| বাড়ির ঠাকুরদালানেই তৈরি হয় সেই দুর্গা প্রতিমা| তবে ষষ্ঠী থেকে নয় এখানে পুজো শুরু হয় প্রতিপদ থেকেই| তিনজন পুরোহিত একত্রে করেন সেই পুজো| সপ্তমীর দিন থেকে নবমী পর‌্যন্ত পশুবলি দেওয়ারও রীতি রয়েছে|
অষ্টমীর দিন জমিদার বাড়িতে বসে জমাটি আড্ডা| তথাকথিত উত্সবের চাকচিক্য, উজ্জ্বল আলো,আয়োজনের ধুমধাম কোন কিছু না থাকলেও, জমিদার বাড়ির সাবেকী দুর্গাপুজো দেখতে প্রতি বছর বারুইপুর রাস মাঠের কাছে রায়চৌধুরীদের ঠাকুর দালানে ভিড় জমান অনেকে| বর্তমানে এই পুজোর দায়িত্বে থাকা রায়চৌধুরী পরিবারের সদস্য অমিয়কৃষ্ণ রায়চৌধুরীর কাছ থেকেই জানা গেল শাতব্দী প্রাচীন পুজোর ইতিহাস|

 

Scroll to Top