- ২-১ গোলে গোয়াকে হারাল মোহনবাগান, ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান আবার ডার্বি
ডুরান্ড কাপের সেমিফাইনালে গোয়াকে হারাল মোহনবাগান। ২-১ গোলে গোয়াকে হারাল মোহনবাগান। এর আগে ইস্টবেঙ্গল সেমিফাইনালে হারিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেডকে। মোহনবাগানের এই জয় মানে রবিবার আবার ডার্বি। রবিবার ইলিশ-চিংড়ির লড়াই। ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই আবার। ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান। সেমিফাইনালে এফসি গোয়াকে ২-১ গোলে হারাল মোহনবাগান। প্রথমে এক গোলে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে সবুজ মেরুন শিবির। খেলার ২৩ মিনিটে এফসি গোয়া গোল করে প্রথমে এগিয়ে গিয়েছিল। তার পরেই গড়ানে শট নেন মোহনবাগানের গোল লক্ষ্য করে। বিশাল কাইথের নাগাল এগিয়ে নোয়ার শট জড়িয়ে যায় মোহনবাগানের জালে। এফসি গোয়া এগিয়ে যায় ১-০ গোলে। ৬৮ মিনিটে মোহনবাগান এগিয়ে যায় ২-১ গোলে। গোয়া মরিয়া চেষ্টা করেছিল ম্যাচে ফেরার। কিন্তু তাদের আক্রমণ পথ হারায়। বরং বলা ভাল মোহনবাগানের রক্ষণ দাঁত কামড়ে গোয়ার মরিয়া প্রচেষ্টা ব্যর্থ করে। গোলে দুরন্ত হয়ে ওঠেন বিশাল কাইথ। জয় গুপ্তা প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছিলেন। তাঁর বিষাক্ত ছোবল বাঁচান বিশাল কাইথ। শেষের কয়েকমিনিট মোহনবাগান সামলে দিয়ে ফাইনালে পৌঁছে যায়।