৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

“২ সেপ্টেম্বর লালবাজার অভিযান, ৪ তারিখ ‘বিচার পেতে আলোর পথে’,” জানাল জুনিয়র ডাক্তারদের সংগঠন

High News Digital Desk:

 কলকাতা : কর্মবিরতি অব্যাহত। তারই মধ্যে ‘অভয়া ক্লিনিক’ নামে টেলিমেডিসিন পরিষেবা চালু করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। রবিবার বিভিন্ন মেডিক্যাল কলেজ লাগোয়া এলাকায় হবে স্বাস্থ্য শিবিরও। কিন্তু আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ‘তদন্তের শ্লথ গতি’তে দৃশ্যতই বিরক্ত। তাঁরা জানাচ্ছেন, ‘বিচারের আশায় আমাদের ধৈর্যের পরীক্ষা চলছে।’

শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সাংবাদিক বৈঠক করে। সেখানে তাদের তরফে জানানো হয়, ‘আমাদের সুনির্দিষ্ট ৫ দফা দাবির মধ্যে মুখ্য হল, পুলিশ কমিশনারের পদত্যাগ এবং প্রয়োজনে তাঁকে তদন্তের আওতায় আনা।’

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়েছে, প্রধান ওই দাবিকে হাতিয়ার করে তারা লালবাজার অভিযান করবে আগামী মাসের ২ তারিখ। আরজি কর হাসপাতালের ঘটনায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বক্তব্য, ‘দীর্ঘদিন ধরে তদন্তের কোনও অগ্রগতি না দেখে আমাদের মনে হয়েছে, আমরা অবিচারের অন্ধকারে ডুবে আছি। আগামী ৫ তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছি আমরা। তাকিয়ে আছে গোটা দেশ, গোটা বিশ্ব।’

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট দেশবাসীর উদ্দেশে জানিয়েছে, “আগামী ৪ তারিখ আপনারা বেরিয়ে আসুন ‘বিচার পেতে আলোর পথে।’ ওই দিন, বুধবার রাত ৯টা থেকে ১০টা অবধি ঘরের আলো বন্ধ করে, মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন, মানববন্ধন করুন এবং ‘অভয়া’র ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান। ৫ সেপ্টেম্বর শুনানির দিকে নজর থাকবে সবার। কিন্তু বুধবার ‘অভয়া’র নজর থাকবে আমার-আপনার, আমাদের সবার দিকে।”

Scroll to Top