৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

২১ জুলাইয়ের সমাবেশে মুকুল রায়

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  ২১ জুলাইয়ের সমাবেশে এসেছিলেন মুকুল রায়।মঞ্চে ওঠেননি তিনি। এদিন সাদা গাড়ি করে মঞ্চের পিছন দিকে নামেন তিনি। তাঁকে নামতে দেখেই এগিয়ে যান সেচ্ছাসেবকের দায়িত্বে থাকা তাঁর ছেলে শুভ্রাংশু। ধরে তাঁকে মঞ্চে নিয়ে যেতে চান। কিন্তু মঞ্চে ওঠেননি তিনি। সভাস্থলে হাজির হলেও সেখানে উপস্থিত অনেকেই প্রথমে চিনতে পারেননি ।  বিজেপির সঙ্গে ফের যে তাঁর ‘দূরত্ব’ বেড়ে গিয়েছে, তা এদিন তৃণমূলের সভায় গিয়ে বুঝিয়ে দিলেন তিনি। সভা শেষ হলে তিনি গাড়ি করে ফের বাড়ির দিকে রওনা দেন। তাঁকে জিজ্ঞাসা করা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কী দেখা হয়েছে? উত্তরে মুকুল রায় বলেন, ‘আমার সঙ্গে দেখা হয়েছে। তবে কথা হয়নি।’শুভ্রাংশুই বাবার আসার ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যাকে জানিয়েছিলেন। তিনি অনুমতি দেওয়াতেই মুকুল রায়কে আনা হয়।

Scroll to Top