নিজস্ব সংবাদদাতা : ২০২৪ সালের আগে তৃণমূলের বৃহত্তর রাজনৈতিক সমাবেশ ২১ জুলাই। ধর্মতলার সমাবেশ থেকে লোকসভার প্রস্তুতি শুরু করবে তৃণমূল। ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। শাসকদল সিদ্ধান্ত নিয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনের বিজয় উৎসব পালন করা হবে ওইদিনই। পাশাপাশি এই মঞ্চ থেকে কেন্দ্রের মোদি সরকার হঠানোর ডাক দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক, কাউন্সিলরদের তরফে প্রচার শুরু হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লি যাওয়ার হুশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করে রাজ্যের শাসকদল। তৃণমূলের দাবি রেকর্ড জমায়েত হবে ধর্মতলায়। ১৯ তারিখ থেকেই আসতে শুরু করবেন দলের কর্মীরা। অন্যান্য বারের মতোই থাকবে ব্যবস্থা। একদিকে বিজয় উৎসব অন্যদিকে ২০২৪ সালের লক্ষ্যেই দিল্লি চলোর ডাক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবারও ২১ জুলাই ‘ধর্মতলা চলো’র ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভাষণ দেবেন। ‘২০২৪ সালের লক্ষ্যে দিল্লি চলোর ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়’। কলকাতায় জনবিস্ফোরণের প্রস্তুতিতে ঘাসফুল শিবির।
