৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে : মমতা বন্দ্যোপাধ্যায়

High News Digital Desk:

বিজেপি শেষ হয়ে যাওয়ার ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘মহারাষ্ট্র-দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলায় আমরা ধরব। যোগ্য জবাব দেব। ২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু ২-৩ বছর।’’

বিজেপিকে ‘গেরুয়া কমরেড’ বলেও কটাক্ষ করেছেন মমতার। সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘২০০১ সালেই তৃণমূল ক্ষমতায় আসত যদি না কংগ্রেস বিশ্বাসঘাতকতা করত।’’ দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে। আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। ২১৫টা আসনের কম কোনও মতেই নয়। এবার বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করার পালা।’’

Scroll to Top