৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

২০২৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের আসর হচ্ছে না

High News Digital Desk:

চলতি বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল এবারের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। কিন্তু বৃহস্পতিবার হঠাৎই এক ঘোষণা দিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) জানিয়েছে, এ বছর হচ্ছে না এই আসর। প্রতিযোগিতার ১৫তম আসরটি আগামী বছর আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার সাফ অফিসিয়াল ওয়েবসাইটে এই নতুন সিদ্ধান্ত জানায়। সেখানে বলা হয়েছে, সাফ, এর সদস্য দেশগুলো মনে করে, আরও ভালোভাবে এই আয়োজন সম্পন্ন করার জন্য আরও সময় প্রয়োজন। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন স্থগিত করা হয়েছে, আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।

Scroll to Top