৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির রেকর্ড

High News Digital Desk:

রবিবার রাতে পর্দা নেমেছে চ্যাম্পিয়নস ট্রফির। নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবারের চ্যাম্পিয়নশিপে হয়েছে অনেক রেকর্ড।

চ্যাম্পিয়নস ট্রফিতে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ভারত পেছনে ফেলেছে দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।

এবারই চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হয়েছে—১৪০টি। ভেঙেছে ২০১৭ সালের রেকর্ড—১১৩টি।

এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরি এবারই ১৪টি। পেছনে পড়েছে ২০০২ ও ২০১৭ সালের ১০ সেঞ্চুরি।

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত দুটি ইনিংসই এবার হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বেন ডাকেট ১৬৫ রান করে ভাঙেন ২০০৪ সালে নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের রেকর্ড (১৪৫)। ডাকেটের রেকর্ডটা ৪ দিন পরই কেড়ে নেন ইব্রাহিম জাদরান। আফগানিস্তান ওপেনার ইংল্যান্ডের বিপক্ষে করেন ১৭৭ রান।

চ্যাম্পিয়নস ট্রফি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করেছেন ডেভিড মিলার। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৬৭ বলে সেঞ্চুরি করে বীরেন্দর শেবাগ ও জশ ইংলিসের রেকর্ড ভাঙেন প্রোটিয়া ব্যাটসম্যান।

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রানের দুটি ম্যাচই হয়েছে এবার। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে হয়েছে রেকর্ড ৭০৭ রান। দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মিলে করেছে ৬৭৪ রান।

এবার বোলাররা ৫ উইকেট পেয়েছেন চারবার। চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে সর্বোচ্চ তিনবার ৫ উইকেট নেওয়ার ঘটনা ছিল ২০০৪ সালে।

ওয়ানডেতে টানা টস হারার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক টানা ১২ ম্যাচে টসে হেরে ভেঙেছেন ব্রয়ান লারার রেকর্ড।

Scroll to Top