কলকাতা : পুজোর আগে ফের বড় ঘোষণা কলকাতা মেট্রোর| সপ্তাহের অন্যান্য দিনের মতোই রবিবারও এবার থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা পাওয়া যাবে| কবে থেকে পাবেন এই পরিষেবা, দেখুন|
দুর্গাপুজোর আগে গঙ্গার দুপারের বাসিন্দাদের জন্য বড় ঘোষণা কলকাতা মেট্রোর| সপ্তাহের অন্যান্য দিনের মতোই রবিবারও এবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে| আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রিন লাইনে রবিবারও চলবে মেট্রো| রবিবার প্রথম মেট্রো চলবে দুপুর ২টো ১৫ নাগাদ এবং শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪৫ মিনিটে| মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতাবাসী ও হাওড়াবাসীর জন্য সুখবর| গ্রিন লাইনে মেট্রো রেল চালু হয়েছিল ১৫ মার্চ| এতদিন পর্যন্ত সোমবার থেকে শনিবার এই রুটে মেট্রো চালানো হত| এবার থেকে রবিবারও মেট্রো চলানো হবে| তবে সূচিটা একটু আলাদা| ১ সেপ্টেম্বর দুপুর ২টো ১৫ থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়া হবে| প্রত্যেক ১৫ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো| আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা|
আগস্ট মাস থেকে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে পরিষেবা বাড়ানো হয়েছে| চলতি মাস থেকে এই রুটের ২ প্রান্তিক স্টেশন অর্থাত্ কবি সুভাষ এবং হেমন্ত মুখার্জি স্টেশন থেকে সকাল ৮টায় ছাড়ছে প্রথম মেট্রো| শেষ মেট্রো ছাড়ছে রাত ৮টায়| গত ৫ আগস্ট থেকে দিনভর ৭৪টি রেক ছুটছে এই রুটে| ৫ আগস্ট থেকে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে শনিবারও| সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলছে এই রুটে| শুধুমাত্র রবিবার বন্ধ রয়েছে পরিষেবা|