৮ পৌষ ১৪৩২ বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২ বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫

১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতো হেইসকে টানতে সফল ম্যানচেস্টার সিটি

High News Digital Desk:

ব্রাজিলিয়ান ফুটবলার ভিতো হেইস দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছেন ইউরোপিয়ান ক্লাবগুলোর। তাঁকে পেতে রিয়াল মাদ্রিদ–সহ অভিজাত অনেক ক্লাবের আগ্রহ ছিল। শেষ পর্যন্ত ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টানতে সফল হয়েছে ম্যানচেস্টার সিটি।
পালমেইরাস থেকে সাড়ে ৪ বছরের চুক্তিতে হেইসকে নেওয়ার কথা মঙ্গলবার রাতে জানিয়েছে সিটি। শিগগিরই সিটিতে যোগ দেবেন হেইস।
তবে চুক্তির আর্থিক লেনদেন নিয়ে কিছু জানায়নি ম্যান সিটি। চলতি মরসুমে ব্যর্থতার মধ্যে দিয়ে চলা ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা এবার নতুন করে দল সাজাতে চাইছেন। আর সেই দলে গুরুত্বপূর্ণ সদস্য মনে করা হচ্ছে এই সেন্টার-ব্যাক ও রাইট-ব্যাকে খেলা হেইসকে।
পালমেইরাসের একাডেমিতে বেড়ে ওঠা হেইস ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন। জুনে পালমেইরাসের মূল দলে অভিষেক হয় তাঁর। এখনও পর্যন্ত ১৮টি লিগ ম্যাচে পালমেইরাসের হয়ে প্রতিনিধিত্ব করেন হেইস।

Scroll to Top