- ১৭ তম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল মোহনবাগান
২০০৪ সালে ফাইনাল হারের বদলা নিয়ে ১৭ তম বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। ফাইনালে দিমিত্রি পেত্রাতোসের করা গোলে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল মোহনবাগান। ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা-রাজ্য-দেশ তথা বিশ্ব জুড়ে মোহনবাগান ফ্যানেদের সেলিব্রেশন চলছে। পেত্রাতোসের একমাত্র গোলে বাগান সমর্থকদের মুখে ফুটেছে হাজার ওয়াটের হাসি। মেগা ডার্বি জিতে ডুরান্ড ট্রফি ঘরে তুলেছে মোহনবাগান। কিন্তু টুর্নামেন্ট জয়ের কৃতিত্ব তো পেত্রাতোসের একার নয়, বিশাল কাইথের বিশ্বস্ত হাতের সৌজন্যে নিশ্চিত গোল হজম থেকে রক্ষা পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড । আর সেই কারণে অজি স্ট্রাইকার ম্যাচের সেরা হলেও সোনার গ্লাভসের মালিক হলেন মোহনবাগান তরুণ গোলকিপারই। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডই ম্যাচের ৭১ মিনিটে একমাত্র গোলটি করেন। হাড্ডাহাড্ডি ম্যাচে তাঁর বাঁ পায়ের দুরন্ত শটই ম্যাচে পার্থক্য গড়ে দিল। অনিরুদ্ধ থাপা লাল কার্ড দেখায় প্রায় ৪০ মিনিট ১০ জনে খেলেও, জয় ছিনিয়ে নেয় হুয়ান ফেরান্দোর দল। বড়ো ম্যাচে জয়সূচক গোল করে সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন ম্যাচের নায়ক পেত্রাতোস। এই দুরন্ত জয় শেষে কিন্তু তিনি দলে ফুটবলারদের লড়াকু মানসিকতাকেই কুর্নিশ জানাচ্ছেন পেত্রাতোস। পেত্রাতোস মনে করেন তাঁর দলের খেলোয়াড়রা শেষ পর্যন্ত জয়ের জন্য বদ্ধপরিকর হয়ে লড়াই করার ফলেই ম্যাচে জয়লাভ করতে পেরেছে সবুজ মেরুন। ম্যাচ শেষে অজি ফরোয়ার্ড বলেন, ‘প্রথম বাঁশি থেকে শেষ বাঁশি পর্যন্ত আমরা লড়াই করেছি। এশিয়া তো বটেই, এটা বিশ্বের সবথেকে বড় ডার্বিগুলির মধ্যে একটি। দলের সকলে এই ম্যাচে জয়ের জন্য বদ্ধপরিকর ছিল। সেই কারণেই আমরা জিততে পেরেছি।’