৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

১৬ মে দোহা ডায়মন্ড লিগের মাধ্যমে মরশুম শুরু করবেন নীরজ চোপড়া

High News Digital Desk:

ডাবল অলিম্পিক পদকজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া মঙ্গলবার রাতে নিশ্চিত করেছেন যে তিনি ১৬ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ডায়মন্ড লিগে তাঁর মরশুম শুরু করবেন । টোকিও অলিম্পিকে সোনা ও ২০২৪ প্যারিস গেমসে রৌপ্য পদক জয়ী চোপড়া বলেছেন, “টানা তৃতীয় বছরের জন্য দোহায় ওয়ান্ডা ডায়মন্ড লিগে ভালো সাফল্য পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। সেই সঙ্গে কাতারে ভারতীয় ভক্তদের কাছ থেকে আরও উৎসাহী সমর্থনের জন্যও উন্মুখ হয়ে আছি।”

কাতারের ভারতীয় জনগণ সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন, “আমি কাতারে যে সমর্থন পাই তাতে আমি অভিভূত। তাদের ধন্যবাদ জানানোর মতো যথেষ্ট ভাষা আমার নেই।” নীরজ এখন চেক প্রজাতন্ত্রের জ্যাভলিন রেকর্ডধারী কোচ জ্যান জেলেজনির অধীনে কাজ করছেন। দোহার প্রতিযোগিতার পর, চোপড়া ২৪ মে পঞ্চকুলায় ‘নীরজ চোপড়া ক্লাসিক’ জ্যাভলিন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Scroll to Top